২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির চতুর্থ ধাপের নতুন বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের শনিবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে ভর্তির আগাম টাকা পরিশোধ করতে হবে। এ ধাপের বিষয় বরাদ্দ (কোটাসহ) প্রকাশ করা হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। আগামী ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যে ৫ম ও চূড়ান্ত ধাপে বিষয় বরাদ্দ দেয়া হতে পারে বলে জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোটায় আবেদনকারীদের স্ব স্ব কোটায় মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী কলেজের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যারা প্রথমবারের মতো একটি কলেজে বিষয় এবার মেধা বা কোটায় বিষয় বরাদ্দ পেয়েছে তাদের শনিবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে ভর্তির আগাম টাকা (গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ এবং অন্যান্য ইউনিটের জন্য ৩ হাজার) পরিশোধ করতে হবে।
যারা পূর্ববর্তী যে কোন ধাপে বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছেন, তাদের কেউ যদি চতুর্থ ধাপের বরাদ্দপ্রাপ্ত বিষয়টিতেই পড়তে চান অর্থাৎ পরবর্তী (চূড়ান্ত) ধাপে বরাদ্দের সময়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে চান, তবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৫০ টাকা অনলাইনে পরিশোধ করে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবেন। অটোমাইগ্রেশন বন্ধ করা হলে তা পুনরায় চালু করা যাবে না। যে সব শিক্ষার্থী পূর্ববর্তী যে কোন ধাপে বরাদ্দপ্রাপ্ত বিষয়ে অটোমাইগ্রেশন বন্ধ করেছে তাদের কিছু করনীয় নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্হস্থ্যবিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (বরাদ্দপ্রাপ্ত ও বরাদ্দের জন্য অপেক্ষমাণ) উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মূল গ্রেডশিটসহ ডিন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (কার্জন হল এলাকা) উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।