বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরোধ কর্মসূচি শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগের ঘোষণা অনুযায়ী আজও সকাল- সন্ধ্যা এ কর্মসূচি পালন করবেন তারা।
বুধবার সায়েন্সল্যাব এলাকায় দেখা গেছে সড়ক অবরোধ করে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এ সময় সায়েন্সল্যাব মোড়, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আন্দোলনরত শিক্ষার্থীরা, সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে সরকারের কাছে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের অনুরোধ জানান।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি, স্বাতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় যানজট না করে, শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানালেও সে কথা মানছেন না শিক্ষার্থীরা।
এর আগে, একই দাবিতে ৩ দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। পরে তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আলটিমেটাম দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। ২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে। ৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতোদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেনো না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।
এদিকে গতকাল মঙ্গলবার সাত কলেজের সমস্যা নিরসনে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেয়া কমিটি একাধিক সদস্যরা জানান, আগামী সপ্তাহে আবার শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সভায় বসতে চান। কিন্তু শিক্ষার্থীরা ওই কমিটি ও সভা প্রত্যাখ্যান করছেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে ২৪ অক্টোবর একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ, চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবেন এবং কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তের সিদ্ধান্ত হয়।