রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একত্রিত হয়ে শিক্ষার্থী স্লোগান দিচ্ছেন। শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ১২টার দিকে শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। সায়েন্সল্যাব মোড় ব্লক করায় সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
তবে এখন পর্যন্ত সেখানে কোনো সংঘর্ষের ঘটনা দেখা যায়নি।
শিক্ষার্থীরা জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং অ্যাম্বুলেন্স যাতায়াতের জায়গা করে দিচ্ছেন।
এর আগে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) রাতে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।