সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীর যোগদান আগামী ২২ জানুয়ারি। এদিন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে প্রার্থীদের যোগদান করতে হবে। এর পরদিন ২৩ জানুয়ারি নতুন শিক্ষকদের পদায়নের আদেশ জারি করা হবে। আর নতুন শিক্ষকদের দুই দিনের ওরিয়েন্টেশন হবে ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে।
সাড়ে ৩৭ হাজার নতুন শিক্ষককে ২২ জানুয়ারি যোগদান করাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একাধিক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামী ২২ জানুয়ারি নতুন শিক্ষকদের যোগদান করাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। এদিন সারাদেশের ৬১টি জেলায় নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান করানো হবে। এর পরদিন ২৩ জানুয়ারি তাদের পদায়নের আদেশ জারি করা হবে। ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে তাদের ওরিয়েন্টেশন আয়োজন করতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। যার কপি পেয়েছি।
অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনার কপি দৈনিক শিক্ষাডটকমের হাতেও এসেছে। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরিচিতি প্রতিপালন, ডকুমেন্টস যাচাই ও নমুনা স্বাক্ষর সত্যায়ন হবে ৩১ ডিসেম্বর। একই দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের জেলা সিভিল সার্জনের কাছে সনদ ও ডোপটেস্ট রিপোর্ট জমা দিতে হবে। আর প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে ৩ জানুয়ারি।
প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে কারণ ও মতামতসহ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে ৪ জানুয়ারি। প্রার্থীদের পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম জেলা পুলিম সুপার কার্যালয়ে পাঠানো হবে ৮ জানুয়ারির মধ্যে। নতুন শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান ২৩ জানুয়ারি ও পদায়নের আদেশ জারি ২৩ জানুয়ারি। আর নতুন শিক্ষকদের ওরিয়েন্টেশন ২৩ থেকে ৩০ জানুয়ারি। পুলিশ ভেরিফিকেশন ৮ জানুয়ারি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে ২২ জানুয়ারি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। তবে, শিক্ষকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দিতে নতুন শিক্ষকদের পদায়ন করতে হবে।
অধিদপ্তর বলছে, দুর্গম, হাওরাঞ্চল, দ্বীপাঞ্চল এলাকার বিদ্যালয়ের শূন্যপদে পুরুষ শিক্ষকদের প্রাধান্য দিতে হবে। শূন্যপদ পূরণের ক্ষেত্রে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দিতে হবে। কোনো বিদ্যালয়ে ৫০ শতাংশের অধিক পদ শূন্য রাখা যাবে না। এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। যোগদান করা শিক্ষকদের বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় দুদিনের ওরিয়েন্টেশন দিতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।