দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর আয়তনে অনেক ছোট হলেও এর জীবনযাত্রা ও শিক্ষার মান অনেক উন্নত। এ দেশের নীতিনির্ধারকদের মতে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে পরিমাণ যোগ্য পেশার মানুষ দরকার, তা শুধু সিঙ্গাপুরবাসী থেকে আসবে না। প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে যান। কেনোনা, বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সিঙ্গাপুরে৷ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছে সেখানে৷ এর ফলে সিঙ্গাপুরের শিক্ষার্থী ছাড়াও লাভবান হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।
শিক্ষার্থীদের জন্য সিঙ্গাপুরে পড়াশোনার পাশাপাশি কাজেরও সুযোগ রয়েছে। তাই তারা বিদেশি প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য শিক্ষার দরজা খুলে রেখেছে। ফলে তাদের বিশ্ববিদ্যালয়গুলোয় উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ পাওয়া যায়। পৃথিবীর অন্যতম ব্যয়বহুল নগরীর একটি হচ্ছে সিঙ্গাপুর। তাই এখানে স্কলারশিপ ছাড়া পড়াশোনা করতে আসা বেশ কঠিন। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো বিদেশে অধ্যয়নের অন্য জনপ্রিয় গন্তব্যগুলোর সঙ্গে তুলনা করলে, সিঙ্গাপুর অনেক বেশি সাশ্রয়ী।
বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা)’ আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ অন্য যেকোনো দেশের শিক্ষার্থীরা আগস্ট ২০২৫ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।
যেসব সুবিধা পাবেন
• শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
• প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি।
• আবাসন ভাতা হিসেবে এককালীন ১ হাজার সিঙ্গাপুর ডলার।
• মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা দেয়া হবে।
• বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেয়া হবে।
আবেদনে যেসব যোগ্যতা লাগবে
• প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
• স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।
প্রয়োজনীয় কাগজপত্র
• আবেদনকারীর পাসপোর্ট।
• আবেদনকারীর ছবি।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• সিভি।
• স্টেটমেন্ট অব পারপাস।
• রেফারেন্স লেটার দুইটি।
• আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।
কীভাবে আবেদন করবেন
ওয়েবসাইটে গিয়ে গবেষণা বিভাগে খোঁজ করতে হবে। এরপর বেছে নিতে হবে আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান। সে অনুযায়ী আবেদন করবেন। আবেদন সাধারণত বছরের শেষদিকে করা যায়। প্রতি বছরই আবেদন করার সুযোগ থাকে এই স্কলারশিপে। আবেদনের ১২ সপ্তাহের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় ওয়েবসাইটে।
এ বছর এরই মধ্যে আবেদন আহ্বান করেছে এই স্কলারশিপ কর্তৃপক্ষ। আবেদন করতে পারবেন আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.a-star.edu.sg/Scholarships/for-graduate-studies/singapore-international-graduate-award-singa