দৈনিক শিক্ষাডটকম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের গুডফুড রেস্টুরেন্টে আমিরুল ইংলিশ কেয়ার- এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষকেরা অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভাও করেন। লিখিত পরীক্ষায় ২১ মেধাবী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণরা হলেন- সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী, অন্বেষা, রাইসা, সাবাহ্, তিবাহ্, রূপন্তী, অনিকা এবং বিএল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থী, সাবিবুর, জারিফ, প্রাপ্ত, রাহবার, নম্র, রায়হান রাফি, সাদ, কৌশিক, সাফওয়ান, তাওহীদ আলম তামিম, বায়োজিদ, তামিম, রাফি, মক্তাদি আল রাফি, নাজমুল সাকিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর ইন্সট্রাক্টর (নন-টেক) ইংরেজি মোছা. শাহারা বানু। রাশিদোজ্জাহা মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোছা. রেহানা পারভীন, ডা. আব্দুল বারি, এমভি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা খাতুন, সবুজ এইচ সরকার, আকাশ, দিল প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, তালহা স্টুডেন্ট কেয়ার-এর প্রতিষ্ঠিাতা পরিচালক ও শিক্ষক টিএম তালহা।