বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের আলিম পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো।
মাদরাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।
বৃহস্পতিবার বিকেলে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, স্থগিত পরীক্ষাগুলো অন্যসব পরীক্ষা শেষ হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করে নেওয়া হবে। যথাসময়ে এসব তারিখ জানানো হবে।
এর আগে শুরু হওয়া ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেট জেলার ৪৬৭টি স্কুল ও মাদরাসায় পানি ঢুকে পড়েছে। এতে বিদ্যালয়ের মেঝে ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।