দৈনিক আমাদের বার্তায় সংবাদ প্রকাশের পর সুইপার দখলমুক্ত করা হলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় অবস্থিত আইনগত তথ্য ও সেবা ডেস্ক। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় হেল্প ডেস্কের ভেতরের খালি পানির বোতল, এনার্জি ড্রিংকের বোতল সরানো হয়েছে। হেল্প ডেস্কে প্রবেশের হাফগেটের উপরে একটি তারের জালি দিয়ে বন্ধ করা হয়েছে।
গত ৩০ আগস্ট ‘সুইপারদের দখলে হেল্পডেস্ক’ শিরোনামে আমাদের বার্তার প্রথম পাতায় বিশেষ গুরুত্ব দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর কোর্ট অঙ্গনে খবরটি ব্যাপক আলোচনায় আসে। নড়েচড়ে বসে সিএমএম আদালত প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় হেল্প ডেস্কের ভেতরের খালি পানির বোতল, এনার্জি ড্রিংকের বোতল সরানো হয়েছে। হেল্প ডেস্কে প্রবেশের হাফগেটের উপরে একটি তারের জালি দিয়ে বন্ধ করা হয়েছে। কেন্দ্রটির আশেপাশে মোটামুটি পরিষ্কারও করা হয়েছে। তবে হেল্প ডেস্কের ভেতরে মেঝে এখনো ময়লা রয়ে গেছে।
সেবাকেন্দ্রের ভেতরের নামফলক থেকে জানা যায়, ২০২১ খ্রিষ্টাব্দের ১২ অক্টোবর তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এটি উদ্বোধন করেন। ফেডারেল রিপাবলিক অব জার্মানি এবং যুক্তরাজ্য সরকারের সহায়তায় রুল অব ল’ প্রোগ্রাম, জিআইজেড বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এটি চালু হয়।