ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও চার জন।
শনিবার (১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে জাহাজের পেছনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর সোয়া ২টার দিকে জাহাজের পেছনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি সদর সার্কেল) মো. মহিদুল ইসলাম জানান, নন্দিনি-২ নামের এ জাহাজটি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে পেট্রোল ও ডিজেল খালাস করতে আসে। জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানাতে পারেননি তিনি।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোনে (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। দগ্ধদের মধ্যে একজন বাবুর্চিও রয়েছেন।
জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চার জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মচারী।