বরগুনার পাথরঘাটায় কালমেঘা দাখিল মাদরাসার সুপার জালাল আহম্মেদের নামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করছে মাদরাসা শিক্ষার্থী ও অভিভাবক শ্রেণি। গতকাল বেলা ১০টার সময় মাদরাসা সংলগ্ন সোনালী বাজারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ইউপি সদস্য মনির হোসেন জানান, মাদরাসায় দু’টি পদে গোপন সার্কুলারের মাধ্যমে নিয়োগ দেয়ার নামে দু’জন আগ্রহী প্রার্থীর কাছ থেকে ১৩ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম নাসির জানান, মাদরাসা সুপার জালাল আহম্মেদ এর আগেও দুর্নীতির দায়ে এই প্রতিষ্ঠান থেকে একবার বহিষ্কার হয়েছিল। পরে মামলা করে কোর্টের মাধ্যমে চাকরি ফিরে পেয়ে আবার বহাল তবিয়াতে দুর্নীতি করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমার কাছে অনেক লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করা হয়েছে। ব্যবস্থা নেয়ার জন্য মাদরাসা কমিটিকে বলা হয়েছে।
এ ব্যাপারে মাদরাসায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান জানান, সুপার একটু মাথামোটা একঘেয়েমি লোক। তবে টাকা আত্মসাতের বিষয়টি জানা নাই বলে তিনি জানান। পাথরঘাটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, সুপারের বিরুদ্ধে মানববন্ধনের কথা শুনেছি। দুর্নীতির ব্যাপারে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি বলেন।
মানববন্ধনের বিষয়ে সুপার জালাল আহম্মেদ বলেন, এখন পর্যন্ত নিযোগ দেয়া হয়নি। তবে মাঠ ভরাটের আমি সিপিসি মাত্র, সকল কাজ করেছেন সভাপতি। এ ছাড়া সকল অভিযোগ রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক।