নিজের খেয়াল খুশি মতো অফিস করা নীলফামারীর জলঢাকা উপজেলার শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার তাকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তার বদলি বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকরা।
শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ প্রায়ই দেরিতে অফিস শুরু করতেন বলে অভিযোগ ছিলো। ফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর নিজেদের খেয়াল-খুশি মতো ক্লাস পরিচালনা করছিলো বলে জানা গেছে। বিষয়টি নিয়ে গত ২৯ ডিসেম্বর দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে ‘এক স্বেচ্ছাচারী শিক্ষা কর্মকর্তার কারণে...’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো।
জানা গেছে, গতকাল বুধবার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আব্দুল আলীম স্বাক্ষরিত এক অফিস আদেশে ৪ জন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বদলি করা হয়। এর মধ্যে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মাদকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তাকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জলঢাকা উপজেলা শিক্ষা অফিসারের বদলি সংক্রান্ত একটি অফিস আদেশ গতকাল বুধবার রাতে পেয়েছি,আদেশটি বাস্তবায়নে সংশ্লিষ্ট অফিসারকে বলা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।