আগামী ১৭ জুলাই ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনসহ সাতটি পৌরসভায় নির্বাচন উপলক্ষে দেশের আটটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন নির্বাচনে ভোটারদের ভোট দেয়ার সুবিধার্থে ও সর্বসাধারণের প্রবেশ নিযন্ত্রণে সাধারণ ছুটি থাকছে ওইসব এলাকায়।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানিয়েছেন, সাধারণ ছুটি ঘোষণার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট আটটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করলো ইসি।