সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন।
রোববার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি) প্রকাশিত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে চলেছে মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। তবে ব্রুনাই ও ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা যায়নি।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে সোমবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
আগামীকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।