ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দৃষ্টিনন্দন তিনটি গেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, দ্বিতীয় গেট ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গেট নির্মাণ করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গেট নির্মাণের জন্য ডিজিটাল সার্ভেও করা হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকে যে দুটি গেট রয়েছে তা কলেজ আমলের। সেগুলো ভেঙে দৃষ্টিনন্দন দুটি গেট করা হবে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করে প্রধান ফটকসহ অন্যান্য গেট। কারণ, মানুষরা যাতায়াতের সময় গেটগুলো দেখে সৌন্দর্য নির্ধারণ করেন।
২০০৫ খ্রিষ্টাব্দে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে ১৫০ বছরের অধিক পুরাতন প্রতিষ্ঠান জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া হয়। প্রতিষ্ঠার ১৭ বছর পরও বিশ্ববিদ্যালয়টিতে পুরোনো সেই গেটগুলোই আছে। অবশেষে সেগুলো নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে ১৬ তলা বিশিষ্ট ছাত্রী হলের দেয়াল লাগোয়া ছোট গেট বাদে নেই হলটির নিজস্ব প্রধান গেট। তাই বিশ্ববিদ্যালয়ের দুই গেটের পাশাপাশি হলের ওই গেটটিও দৃষ্টিনন্দন করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।