ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুল পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মাহবুবা হোসেন।
মঙ্গলবার স্কুল পরিদর্শন শেষে ছাত্রীদের সঙ্গে কাউন্সিলিং করেন।
এতে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সন্দেহ আরো বেড়েছে। কাউন্সিলিং শেষে প্রধান শিক্ষকের কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিডি মাহবুবা হোসেন।
তিনি জানান, ঝালকাঠির একটি স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা কারোরই প্রত্যাশিত না। সংবাদ পেয়ে বিদ্যালয়ে এসে ছাত্রীদের সঙ্গে কথা বলেছি, মানসিক কাউন্সিলিং করেছি। তিনি আরো জানা, ওদের বয়োসন্ধিকাল। এমন সময় সবাইকে অনেক সচেতন থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ছাত্রীর অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে অন্য ছাত্রীর ওপর কোনো প্রভাব না পড়ে সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। সঠিক কারণ অনুসন্ধানে বিদ্যালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ৪ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলেছি।
প্রসঙ্গত, ওই ছাত্রীর পরিবার স্কুলের শিক্ষক-কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করে এর এর বিচার দাবি করেছেন। স্কুলটির প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী ওই ছাত্রীর নাম আফিয়া জাহান (১৫), তার শ্রেণি রোল ৫০।
সে জেলা শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এসএম ওবায়দুল্লাহ আমিন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে।