প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণ নির্দেশিকা অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের নির্দেশিকা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে বই বিতরণ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৫ ডিসেম্বর) ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বিভাগীয় উপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের বিষয়টি মনিটরিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইমামুল ইসলামের সই করা অফিস আদেশে বই বিতরণ নির্দেশিকা বাস্তবায়ন এবং ২৭ ডিসেম্বর থেকে বই বিতরণ মনিটরিং করার কথা বলা হয়। অফিস আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিনামূল্যের পাঠ্যবই বিতরণের নির্দেশিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এমতাবস্থায়, অনুমোদিত নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঠ্যপুস্তক আগামী ২৭ ডিসেম্বর তারিখ থেকে বিদ্যালয় পর্যায়ে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো। এতে আরো বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার জন্য বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না
চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।