বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের মার্চের এমপিওর সিট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল। সোমবার দুপুরে ইএমআইএস সেলের ওয়েবসাইটে এমপিও ভাউচার ও টপসিট আপলোড করা হয়েছে। বিকেলের মধ্যে ইন্ডিভিজুয়াল স্যালারি শিট আপলোড করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dshe.gov.bd) দুপুর আড়াইটা পর্যন্ত এমপিও সিট আপলোড হয়নি। তবে ইএমআইএস সেলের ওয়েবসাইটে (http://emis.gov.bd/emis) এমপিও সিট ও টপসিট আপলোড করা হয়েছে।
এমপিও সিট দেখতে ক্লিক করুন : (https://drive.google.com/drive/folders/1dLo3w3C_I9b9KCQdLIsycQNzDFJYUIQd)
স্কুল কলেজ চেক ছাড় হয়েছে গতকাল রোববার। কিন্তু শিক্ষক-কর্মচারীরা সোমবার দুপুর পর্যন্ত অধিদপ্তরের ওয়েবসাইটে এমপিওর সিট পাননি।
সোমবার দুপুরে দোহারের এক শিক্ষক টেলিফোনে দৈনিক শিক্ষাডটকমকে জানান, মার্চের এমপিও চেক ছাড় হলেও স্যালারি ভাউচর ও টপশিট অধিদপ্তরের ওয়েবসাইটে পাচ্ছি না। ফলে বেতনের বিল প্রস্তুত করা নিয়ে শঙ্কায় পড়েছি।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইএমআইএসের ওয়েবসাইটে এমপিওর ভাউচার ও টপসিট আপলোড করা হয়েছে। আর বিকেলের মধ্যে ইন্ডিভিজুয়াল স্যালারি সিট আপলোড হয়ে যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।