দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও কর্মচারীরা। হাজিরা না নিয়েই সকাল ১১টায় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
সোমবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা যায়, হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ১১টার দিকে স্কুল ছুটি দিয়েছে স্যাররা (শিক্ষকরা) হাজিরাও নেয়নি।
তবে স্কুল ছুটির বিষয়ে কিছুই জানেন না উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি বলেন, এমপির বাড়িতে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা হয়েছিল। তার কাছে স্কুল বন্ধের বিষয়ে জানতে চেয়েছিলাম। প্রধান শিক্ষক বলেছেন- স্কুল বন্ধ হয়নি, শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিলো এমপির সঙ্গে। প্রোগ্রাম শেষে আমরা (শিক্ষকরা) স্কুলে ফিরে যাবো।
হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, স্কুল কমিটির সভাপতির নির্দেশে বন্ধ করেছিলেন। স্কুলের উন্নয়নের স্বার্থে এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।