গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৈতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে রঙ করতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন স্থানীয় ভাইয়াসূতী গ্রামের বাছির উদ্দিনের ছেলে। তিনি রঙ মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
চৈতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিদ্যালয় ভবনের তিন ও চার তলার নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার সকালে রং মিস্ত্রী আলমগীর হোসেন তার এক সহকারীকে সঙ্গে নিয়ে ভবনের চারতলায় রঙ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আলমগীর হোসেন চারতলা থেকে ভবনের নিচ তলায় পড়ে যান। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।