সারাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষুদ্র মেরামতে ৪৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সাব-কম্পোনেন্ট মেইনটেনেন্স কার্যক্রম বাস্তবায়নে এ বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে সম্প্রতি এ টাকা বরাদ্দ ও ব্যয়ের মঞ্জুরী জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ প্রকাশ পেয়েছে।
জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে গত ২৮ ডিসেম্বর এ টাকা বরাদ্দের মঞ্জুরী দেয়া হয়। ২০২২-২৩ অর্থবছরেরর উন্নয়ন বাজেটের সংশোধিত মঞ্জুরী, পিইডিপি-৪ এর সংস্থা কোডের সাব কম্পোনেন্ট ‘মেইনটেনেন্স’ বরাদ্দ থেকে মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিব ভাবন উপখাতের আওতায় বরাদ্দ করা টাকা নির্বাহ করা হবে।
এসব টাকা ব্যয়ে কিছু শর্ত দেয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বরাদ্দকৃত টাকার অতিরিক্ত টাকা উত্তোলন বা ব্যয় করা যাবে না। সরকারি বিধি অনুসরণ করে টাকা ব্যয় করতে হবে। জিওবি বাবদ ২৫ শতাংশ ও আরপি বাবদ ৭৫ শতাংশ হারে টাকা ব্যয় করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।