দৈনিক শিক্ষাডটকম, জবি : রাজধানীর পোগোজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সেমিনারের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ল্যান্ড ল ক্লাব'।
আয়োজকরা জানান, ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 'অ্যাক্টিভিজম এগেইন্সট জেন্ডার বেজড ভায়োলেন্স' প্রোগ্রামের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে স্কুলটির নবম ও দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনারে জেন্ডার বেজড ভায়োলেন্স কি, জেন্ডার বেজড ভায়োলেন্সের পরিচিতি ও ধরণ নিয়ে বক্তব্য রাখেন সুমনা আক্তার। বাস্তব জীবনে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নারীরা কি ধরনের সহিংসতার স্বীকার হন এ বিষয়ে আলোচনা করেন তন্বী সাহা। লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হলে করণীয় এবং তার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন বিভাগের মো. সজিব আলি।
সেমিনারের বিষয়ে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইশরাত জাহান বলেন, এ ধরণের সেমিনার শিক্ষার্থী লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে সচেতন করে তুলবে। শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পেরেছে। লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিরোধ ও প্রতিকারে তারা ভূমিকা রাখতে পারবে।
সেমিনারের বক্তা মো. সজীব আলি বলেন, ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত 'অ্যাক্টিভিজম এগেইন্সট জেন্ডার বেজড ভায়োলেন্স' শীর্ষক একটি সেমিনারে আমরা অংশগ্রহণ করি। তারই ধারাবাহিকতায় আমরা এই সেমিনারের আয়োজন করেছি। জেন্ডার বেজড ভায়োলেন্স প্রতিরোধ করা আমাদের উদ্দেশ্য। এ ধরনের সেমিনার আমরা আরো আয়োজন করবো।