হত্যার পর স্ত্রীর মগজ দিয়ে ঐতিহ্যবাহী খাবার রান্না করে খান স্বামী। আর মাথার খুলিকে ব্যবহার করেন ছাইদানি হিসেবে। এমন ঘটনাই ঘটেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। এ ঘটনায় ৩২ বছর বয়সী ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আলভারো। তিনি গত ২৯ জুন নিষিদ্ধ বস্তু সেবনের প্রভাবে স্ত্রীকে হত্যা করেন। পরে গত ২ জুলাই পুয়েবলো থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আলভারো পুলিশকে জানিয়েছেন, শয়তান তাঁর স্ত্রীকে হত্যার নির্দেশ দিয়েছিল। গত বছর মারিয়া মন্টসেরাত (৩৮) নামের ওই নারীকে বিয়ে করেন আলভারো। তাঁর আগের সংসারে পাঁচ কন্যা সন্তান রয়েছে। যাদের বয়স ১২ থেকে ২৩-এর মধ্যে।
জিজ্ঞাসাবাদে আলভারো জানান, নিজের স্ত্রীর মগজ দিয়ে তিনি মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবার ট্যাকো রান্না করে খেয়েছেন ও খুলিকে ছাইদানি হিসেবে ব্যবহার করেছেন।
পুলিশ জানায়, ভুক্তভোগীকে হত্যার পর মরদেহ টুকরো করে বস্তায় ভরে ফেলে দেন আলভারো। এ হত্যাকাণ্ডের দু দিন পর তিনি এ অপরাধের কথা তাঁর সৎ মেয়ের কাছে স্বীকার করেন। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কালো যাদুর সরঞ্জাম পাওয়া গেছে।
ভুক্তভোগীর মা মারিয়া অ্যালিসিয়া মন্টিয়েল সেরান বলেন, আলভারো কোকেনসহ অনেক ধরনের মাদক নিত। আমার মনে হয় তাঁর মানসিক সমস্যাও ছিল। আলভারো নিজের সৎ মেয়েদের ওপরও শারীরিক ও যৌন নির্যাতন চালাত।