বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নামে অসুদপায় অর্থ আদায় করে আত্মসাৎ এবং কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ প্রমাণ হওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার এক ইউনিয়ন সমাজকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সমাজকর্মীর নাম তানজিনা ইয়াসমিন। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে সাবেক সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বরখাস্ত হওয়াতে বর্তমানে কর্মী উপজেলা চর রাজিবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের একই পদে কর্মরত আছেন।
সমাজসেবা অধিদপ্তরের (শৃঙ্খলা ও তদন্ত শাখা) যুগ্ন সচিব সৈয়দ মো. নুরুল বাসির স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বরখাস্তের এ আদেশ দেন। ওই আদেশে বলা হয়, বরখাস্ত হওয়া তানজিনা ইয়াসমিনকে বর্তমান কর্মস্থল চর রাজিবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়মিত হাজিরা দেয়ার নির্দেশনা দেয়া হয়। সাময়িক বরখাস্তকালে বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
ওই অফিস আদেশে জানা যায়, ইউনিয়ন সমাজকর্মী মোছা. তানজিনা ইয়াসমিন রৌমারী উপজেলা সামজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসাবে যোগদানের পর থেকে সরকারের সামাজিক কর্মসূচী’র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নাম দেয়ার কথা বলে বাবুল আক্তার নামে এক ব্যাক্তির কাছ থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে। প্রতারণা শিকার বাবুল আক্তার সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় সমাজসেবা রংপুর ২০২৩ খ্রিষ্টাব্দের ২২ মে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত প্রতিবেদন পরিচালক (উপসচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর বরাবর দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ রয়েছে তানজিনা ইয়াসমিন প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করেন। এ ছাড়া উপজেলা সাবেক সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এর স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা বহি ইস্যু করার অভিযোগও প্রমাণিত হওয়ায় সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২১৮ এর বিধি ১২(১) অনুযায়ী মোছা. তানজিনা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে বরখাস্ত হওয়া সমাজকর্মী মোছা. তানজিনা ইয়াসমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাজিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, অসাদুপায় অর্থ আদায় ও সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষর জাল করার ঘটনাটি প্রমাণিত হওয়ায় সমাজকর্মী তানজিনা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। বরখাস্তের একটি অফিস আদেশ পত্র হাতে পেয়েছি।