ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমঞ্চের ব্যানারে স্বাধীনতা বানান ভুল লেখায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় অভিবাদন মঞ্চের ওপরের ব্যানারে লেখা ভুল বানানটির বিষয়টি সবার দৃষ্টিতে পড়ার পর এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের উদাসিনতাকে দায়ী করে সেখানে উপস্থিত শ্রেণি-পেশার মানুষ এতে ক্ষোভে ফেটে পড়েন।
ব্যানারে দেখা গেছে, ২৬ মার্চ মহান ‘স্বাধীনত’ ও জাতীয় দিবস ২০২৩ লেখা আর তার নিচে লেখা রয়েছে আয়োজনে উপজেলা প্রশাসন, নলছিটি ঝালকাঠি।
এ ব্যাপারে নলছিটি উপজেলার শিক্ষক মিলনকান্তি দাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমন একটি জাতীয় দিবসের অনুষ্ঠানের ব্যানারে এই ভুল কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর দায় সংশ্লিষ্ট কেউ এড়াতে পারেন না।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, কর্তৃপক্ষ কতটা উদাসীন হলে এরকম একটি বানান ভুল হতে পারে, সেটা আবার মঞ্চের সামনে টাঙানো মূল ব্যানারটাতেই।
জানতে চাইলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর নাহিদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আসলে অনুষ্ঠানে ৫-৬টি ব্যানার টাঙানো হয়। তার মধ্যে এই একটি ব্যানারেই ভুল লেখা ছাপা হয়েছে। যা পরে আমাদের চোখে পড়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।