সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ (র্যাক)।
গত বৃহস্পতিবার র্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
অন্য দুই সাংবাদিক হলেন প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও র্যাকের সদস্য মাহবুবুল আলম। একটি সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রতিবেদক শামসুজ্জামানকে ভোররাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে র্যাকের সভাপতি-সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহ ব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠেছে। সংবাদপত্রে প্রকাশিত কোনো সংবাদে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের প্রেস কাউন্সিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে তা করা হয়নি, যা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
মাহবুবুল আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা জানিয়ে র্যাকের বিবৃতিতে বলা হয়, ১৪ মার্চ ‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জেরে মাহবুবুল আলমের বিরুদ্ধে গত বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপঅর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী মামলা করেন। বিবৃতিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।