নোয়াখালীর মাইজদী দারুল আজহার মডেল মাদরাসার তৃতীয় জমাতের এক ছাত্রকে (১০) হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণে অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওই ছাত্রের মা (২৮) বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভুক্তভোগী ছাত্রের মায়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। এতে একমাত্র আসামি মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অভিযুক্ত মো. ইলিয়াছ দারুল আজহার মডেল মাদরাসার আবাসিক শিক্ষক। তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের হাজী মুরশিদের রহমানের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, শিক্ষক মো. ইলিয়াছ গত ১ মার্চ (শুক্রবার) সকালে ভুক্তভোগী ছাত্রকে আতর নিয়ে তার শয়নকক্ষে আসতে বলেন। ছাত্র এসে তার কাছে আতর নেই জানালে শিক্ষক তার কক্ষের দরজা বন্ধ করে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে হত্যার হুমকি দিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলেন এবং ৪ মার্চ পর্যন্ত একাধিকবার বলাৎকার করেন।
মামলার বাদী বলেন, খবর পেয়ে আমি মাদরাসায় গিয়ে অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। বিষয়টি মাদরাসায় জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বরং মাদরাসা কর্তৃপক্ষ চিকিৎসায় বাধা দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসতে বাধ্য করে এবং কোথাও অভিযোগ না দিতে শাসিয়ে যায়। এদিকে তারা মুচলেকা নিয়ে শিক্ষককে মাদরাসা থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করে।
দারুল আজহার মডেল মাদরাসার পরিচালক মো. আবু সালমান বলেন, ঘটনাটি জানার পর আমরা বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তীতে ওই শিক্ষক ভুক্তভোগীর সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন। তার বিরুদ্ধে যেকোনো আইনি প্রক্রিয়া গ্রহণে মাদরাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবে।