হল সুপারভাইজার নিয়োগকে ক্রুটিপূর্ণ বলছে ইউজিসি - দৈনিকশিক্ষা

হল সুপারভাইজার নিয়োগকে ক্রুটিপূর্ণ বলছে ইউজিসি

দৈনিক শিক্ষাডটকম, ত্রিশাল (ময়মনসিংহ) |

দৈনিক শিক্ষাডটকম, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হল সুপারভাইজার সোহেল রানার বিরুদ্ধে প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞপ্তির এমন শর্ত ভঙ্গ করে জাল সনদে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে।

নিয়োগে অনিয়মের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযোগ জানায় অপর নারী চাকরিপ্রার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী জাহানারা মুক্তা। এ অভিযোগের তদন্তে নামে ইউজিসির তদন্ত কমিটি। তদন্তে ইউজিসি হল সুপারভাইজার পদে নিয়োগকে ক্রুটিপূর্ণ আখ্যা দিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটকে চিঠি দিয়েছে। তবে ইউজিসির তদন্ত মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির তদন্ত সঠিক নয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ইউজিসি বলেছে বিষয়টি সিন্ডিকেটে নিয়ে যাও, ইউজিসির কথা মতো আমরা সিন্ডিকেটে নিয়ে যাবো। সিন্ডিকেট সদস্যরা যে মত দেবে, তাতে যদি কারো চাকরি থাকে থাকবে, না থাকলে থাকবে না। কারো প্রতি আমাদের আলাদা পক্ষপাত নেই। এদিকে এই নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ইউজিসিতে অভিযোগকারী ওই নারী চাকরিপ্রার্থী। 

জানা যায়, ২০২১ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পদের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের জন্য হল সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পদটির জন্য আবেদনকারীর অন্যান্য যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা হিসেবে (ক) সরকারি/আধা সরকারি/স্বায়িত্বশাসিত/ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গতবছর বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেটে সোহেল রানা নিয়োগ পান। এরপর রেজিস্ট্রার দপ্তর থেকে তার সনদ সংগ্রহ করেন জাহানারা মুক্তা। তাতে দেখা যায়, সোহেল রানা ২ বছর ১ মাসের অভিজ্ঞতার সনদ দাখিল করেন। সেখানে মন্তব্যের জায়গায় আবেদনের (ক) শর্ত পূরণ করেননি উল্লেখ ছিল। এই নিয়োগের বিরুদ্ধে আরো কিছু তথ্য দিয়ে শিক্ষামন্ত্রী ও ইউজিসির উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের অনুলিপি দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। অভিজ্ঞতা সনদটি যাচাইয়ের জন্য ২৯ ফেব্রুয়ারি সনদ প্রদানকারী প্রতিষ্ঠান গুজিয়াম আলিম মাদরাসার অধ্যক্ষকে চিঠি দেয় কমিশন। মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের দেয়া জবাবে ইউজিসি বলেছে, প্রকাশিত বিজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের হল সুপারভাইজার পদে নিয়োগটি ক্রুটিপূর্ণ। ১৭ এপ্রিল পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সম্পূর্ণ ব্যক্তিগত খাত হতে সম্মানি দেয়া হয় এমন খণ্ডকালীন কাজের অভিজ্ঞতার সনদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত/স্থায়ী পদের বিপরীতে জনবল নিয়োগ দেয়ার সুযোগ আছে কিনা সেটি বিবেচ্য। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেটে বিষয়টি উপস্থাপন করে যথাযথ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

অভিযোগকারী জাহানারা মুক্তা বলেন, অবৈধপন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে জাল সনদে সোহেল রানাকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্যই বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে ইউজিসি বরাবর লিখিত অভিযোগ করেছি।

তবে সোহেল রানার দাবি, তিনি গুজিয়াম আলিম মাদরাসায় কম্পিউটার অপারেটর কাম হিসাবরক্ষক (খণ্ডকালীন) হিসেবে কাজ করেছেন। পেয়েছেন তিন বছরের অভিজ্ঞতার সনদ।

আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা - dainik shiksha আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভর্তির লটারিও স্থগিত করলো সেন্ট গ্রেগরি হাইস্কুল - dainik shiksha এবার ভর্তির লটারিও স্থগিত করলো সেন্ট গ্রেগরি হাইস্কুল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে জয়পুরহাটের আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে জয়পুরহাটের আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ৮ ডিসেম্বর - dainik shiksha এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ ৮ ডিসেম্বর মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! হা*মলা-ভা*ঙচুরের ঘটনায় মা*মলা করবে মোল্লা কলেজ কর্তৃপক্ষ - dainik shiksha হা*মলা-ভা*ঙচুরের ঘটনায় মা*মলা করবে মোল্লা কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগকে গণ*ধোলাই দিয়ে থানায় দিতে বললেন ওসি - dainik shiksha ছাত্রলীগকে গণ*ধোলাই দিয়ে থানায় দিতে বললেন ওসি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039420127868652