উত্তর চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর কফিল উদ্দীন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মীর সেলিম উদ্দীন, সিআইপি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই-বোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্যব্যাধি ক্যান্সারসহ নানা রোগ ভুগছিলেন তিনি।
এদিকে, গুণী এই শিক্ষাবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল শনিবার বেলা ১১টার দিকে তাঁর গ্রামের বাড়ি পৌরসভার মীরের খীল গ্রামে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই কৃতি শিক্ষাবিদের মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. জে. (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. নূরুল আমিন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ, হাটহাজারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস গাজী জাফর আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক কেশব কুমার বড়ুয়া ও এইচ এম মনসুর আলীসহ অনেকে শোক প্রকাশ করেছেন।