দৈনিক শিক্ষাডটকম, হাবিপ্রবি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)-এর আয়োজনে প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ‘অফিস ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আইআরটি কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান এম. আমিনুর।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শুদ্ধাচারের তথা রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতোটা স্বচ্ছ করা যায় সেটি নিয়ে কাজ করছে সরকার। এটির প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় প্রশাসনে গতিশীলতা নিয়ে আসার লক্ষে ই-নথি বাস্তবায়নের পর বর্তমানে ডি-নথির মাধ্যমে বিভিন্ন কর্মকান্ড সম্পাদন করা হচ্ছে। এর ফলে অফিস ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, প্রশাসনে এক সময় লাল ফিতার দৌরাত্ম্য তথা স্থবিরতা ছিলো, এর থেকে মুক্তি দিয়েছে ডি-নথি। ডি-নথির মাধ্যমে যেকোন সময় যেকোন স্থানে থেকেই অফিসের কাজ করা যাবে। এর মূল উদ্দেশ্য হলো প্রশাসনে গতিশীলতা নিয়ে আসা। এর ফলে কোথাও কোনো ফাইল আটকে রাখার সুযোগ নেই এবং ফাইলের সাথে জড়িত সকলেই এটি ট্র্যাকিং করতে পারবেন। প্রধানমন্ত্রী শাসক হিসেবে নয়, সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের প্রত্যেককেও সেই একই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। এই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সকলকে একাত্মতা পোষণ করে কাজ করে যেতে হবে। আপনাদের যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালন করতে হবে।