রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা৷ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কিত বক্তব্যের কারণে এমন দাবি তুলেছেন শিক্ষার্থীরা৷
গত সোমবার রাতে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে ও ঢাকা দিনাজপুর মহাসড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দিনাজপুর-দশমাইল মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে শেষ হয় ৷
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা ৷ এ সময় একজন শিক্ষার্থীরা বলেন, যে প্রধানমন্ত্রী ভুয়া নির্বাচনে নির্বাচিত হয় তার পদত্যাগপত্র দিলেই কি আর না দিলেই কি তাতে দেশবাসীর কোন আসে যায় না।
শেখ হাসিনা দেশ এবং দেশের মানুষের ব্যাপক ক্ষতি করেছে। শেখ হাসিনা সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করেছে। হত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতা আজীবন লড়াই করে যাবে। শেখ হাসিনার যারা দালালি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা নতুন দেশ পেয়েছি। নতুন এই দেশে খুনিদের দোসরদের জায়গা হবে না। তারা বলেন, অনতিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।