দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা: তীব্র দাবদাহে হিটস্ট্রোকে মুরাদনগরে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এছাড়া সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার প্রচণ্ড গরমে স্কুল খোলার দ্বিতীয় দিন এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
উপজেলার রামচন্দ্রপুর আকব্বরের নেছা বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী জালাল উদ্দিন (৫০) দুপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে স্কুলের পাশেই মারা যান। তিনি উপজেলার পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে উপজেলার সদর ইউনিয়নের আলীরচর তায়মোস বেগম হাই স্কুলে দাবদাহে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
প্রধান শিক্ষক মাসুদা বেগম বলেন, ক্লাস শুরু হওয়ার পর গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করতে থাকে। অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার, সপ্তম শ্রেণির ফাহিমা আক্তার, অষ্টম শ্রেণির সামিয়া সায়মা, নবম শ্রেণির মারিয়া আক্তার, অষ্টম শ্রেণির উর্মি আক্তার, হেপি আক্তার প্রমুখ। তাদের অভিভাবকদের এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে স্কুল ছুটি দিয়ে দিই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ জানান, আকব্বরের নেছা বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী জালাল উদ্দিন হিটস্ট্রোকে মারা গেছেন। তায়মোস বেগম হাই স্কুলের সাত ছাত্রী অসুস্থ হয়েছে।