টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামের মার্থা লিন্ডস্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ বছর ধরে বিনামূল্যে মিড ডে মিল চালু রেখেছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে স্কুলের ১৫২ জন শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন দেয়া হয় মিড ডে মিল। বিশেষ দিনে বিশেষ খাবারের আয়োজন করা হয়। এই ধরণের উদ্যোগের কারণেই এলাকাবাসীর কাছে এ বিদ্যালয়ের গ্রহণযোগ্যতাও অনেক।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিনই স্কুল থেকে আমাদের দুপুরে খাবার দেয়া হয়। এ খাবার সম্পূর্ণ বিনামূল্যে দেয় স্কুল কর্তৃপক্ষ। খাবারের মান ভালো এবং খেতেও ভালো লাগে। বেশিরভাগ সময় স্কুলেই এ খাবার রান্না করা হয়।
অভিভাবকরা বলছেন, সপ্তাহে পাঁচ দিনই আমাদের মেয়েদের দুপুরের খাবার দেয়া হচ্ছে স্কুলে। এই প্রতিষ্ঠান মেয়েদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল। আমরা নিশ্চিন্ত থাকতে পারি এমন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দিয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানছুর রহমান দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, এই বিদ্যালয় সম্পূর্ণ অবৈতনিক প্রতিষ্ঠান। গত দশ বছর ধরে আমরা বিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে মিড ডে মিল চালু রেখেছি। বেশিরভাগ সময় বিদ্যালয়েই মিড ডে মিলের খাবার রান্না করা হয়ে থাকে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও লেখাপড়ায় মনোযোগী করতেই আমাদের এ আয়োজন। বিশেষ দিনে বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ আয়োজনে শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি।