দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মাহে রমজান, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত ১৩ দিনের ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
গত ৩০ মার্চ রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে এ ছুটির ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে শিক্ষার্থীরা আগেই ছুটিতে গেলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ছুটি থাকবে ৯-১৪ এপ্রিল।
এদিকে বুয়েটের অ্যাকাডেমিক শাখার সিনিয়র টেকনিক্যাল অফিসার মোস্তাকুল মজিদ হুমায়ুন বলেন, আগামী ১৭ এপ্রিল থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে শিক্ষার্থীদের। ৮ মে পর্যন্ত টার্ম পরীক্ষা শেষে ২৫ মে থেকে পুনরায় ক্লাস শুরু হবে।