পরীক্ষায় খাতা দেখায় অবহেলার বিষয়টি নতুন নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পরীক্ষক পরিচয়ে একদল শিক্ষকের অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ। প্রতি বছরই ফল প্রকাশের পর খাতা দেখায় তাদের এই অবহেলার খেসারত দিতে হয় শিক্ষার্থীদের। ফল পুন:নিরীক্ষায় ফেল থেকে পাস এবং কোনো ক্ষেত্রে জিপিএ-৫ পাওয়ার নজিরও রয়েছে। খাতা মূল্যায়নে তাদের অবহেলার মাত্রা অতিরিক্ত বলেও মন্তব্য করেন কেউ কেউ। এবার এই খাতা মূল্যায়নকারী ১৪ শিক্ষককে শাস্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই শিক্ষকেরা ৫ বছর কালো তালিকাভুক্ত হয়েছেন।
বোর্ড সূত্র জানিয়েছে, ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে প্রধান পরীক্ষক ও পরীক্ষকসহ ১৪ জনকে আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
কালো তালিকাভুক্ত শিক্ষকরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অধীনে পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষক হতে পারবেন না। এই সময়ে পাবলিক পরীক্ষা পরিচালনাসহ অন্যান্য সব দায়িত্ব পালন করতে পারবেন।
শাস্তি পাওয়া শিক্ষকরা হলেন- ফরিদপুরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের খান, নারায়ণগঞ্জের সাদিপুর হাইস্কুলের শিক্ষক মো. ফায়জুল হক, ঢাকার কেরানীগঞ্জের পরজোয়ার কালিন্দী হাইস্কুলের শিক্ষক মো. আবুল এহসান, টাঙ্গাইলের লাঙ্গলিয়া হাইস্কুলের শিক্ষক অনিমেষ মন্ডল, নরসিংদীর শিবপুরের সৈয়দ নগর আতিউর রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, রাজবাড়ির পাংশার পাটাজোনা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোসা. জান্নাতুন নেছা, নরসিংদীর পারুলিয়া হাইস্কুলের শিক্ষক মো. কামরুল হাসান, একই উপজেলার রায়পুরা আর কে এম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রাজবাড়ির কুমারখালির রামচন্দ্রপুর হাইস্কুলের শিক্ষক আরিফুল ইসলাম, নরসিংদীর বেলাবো উপজেলার বরইচা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজি জামিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. মমতাজ উদ্দিন, রাজবাড়ির পাংশার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের শিক্ষক রূপা বেগম, ময়মনসিংহ সদরের আলহাজ এমএ খালেক আর্দশ হাইস্কুলের শিক্ষক ইয়াসমিন আক্তার, গোপালগঞ্জের মকসুদপুরের বেডগ্রাম হাইস্কুলের শিক্ষক মৃণাল কান্তি সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে যারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ও অবহেলা করেছেন তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী পাঁচ বছর পরীক্ষার খাতা মূল্যায়ন ও পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তাছাড়া ভবিষ্যতে যারা দায়িত্বহীনতার পরিচয় দেবেন কিংবা ন্যূনতম অবহেলা দেখাবেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।