দৈনিক শিক্ষাডটকম, জবি: পয়লা জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তির কোর কমিটির আমিও একজন সদস্য। আমরা ক্লাস শুরু জুলাইয়ের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চাই। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, আকারে বড় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেটাই মনে করে।
উপাচার্য আরো বলেন, সুষ্ঠু ভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন প্রশ্নের মানও ভালো। আমরা দ্রুত ভর্তির প্রস্তুতি শুরু করতে চাই।
প্রসঙ্গত, শুক্রবার গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিন একযোগে বাইশটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।