দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বিভিন্ন স্কুল ও মাদরাসায় ভোকেশনাল কোর্সে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন নির্বাচিত ১৬৯ জন প্রার্থী। তাদের চূড়ান্ত নিয়োগ সুপারিশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সুপারিশের বিষয়ে চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি মিললেই এ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রিলেভেলে শিক্ষক পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকা এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে বিভিন্ন স্কুল ও মাদরাসায় ভোকেশনাল কোর্সে ২৪৭টি ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগে গত ১১ জুন জারি করা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত ওই ১৬৯ প্রার্থী নিয়োগের অপেক্ষায় আছেন। গত ৯ আগস্ট এসব পদে নিয়োগের জন্য তাদের নির্বাচিত করেছিলো এনটিআরসিএ। ইতোমধ্যে জমা দিয়েছেন পুলিশ ভেরিফিকেশন ফরম। এ প্রার্থীরা দ্রুত নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে চাচ্ছেন। গত কয়েকদিন রাজধানীর ইস্কাটনের এলাকায় এনটিআরসিএ কার্যালয়ে তাদের আনাগোনা দেখা যাচ্ছে।
নির্বাচিত প্রার্থীরা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ৯ আগস্ট নির্বাচিত হওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ১৬৯ জন প্রার্থীর ভি-রোল ফরম পূরণ করা হয়। কিন্তু এখনো নিয়োগের চূড়ান্ত সুপারিশ মেলেনি। তারা দ্রুত নিয়োগ সুপারিশ চাইছেন।
এ বিষয়ে এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার একজন শীর্ষ কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, সেসিপের চাহিদায় নির্বাচিত ১৬৯ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। তাদের ভি-রোল ফরমগুলো সুরক্ষা সেবা বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে। ভেরিফিকেশন চলমান রেখে তাদের নিয়োগ সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি মিললেই তাদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। যেকোনো সময় এসব প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা সচিব সোলেমান খান এখন ইউনেস্কো সদর দপ্তরে একটি কর্মসূচিতে অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে সুপারিশের অনুমতি পাওয়া ও যেকোনো সময় নিয়োগ সুপারিশের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন, লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। এ সংক্রান্ত নথি ই-ফাইলিংয়েও পাঠানো হয়েছে। শীর্ষ কর্তারা ই-ফাইলে নথি স্বাক্ষর করে অনুমতি দিলেই ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।