এসএসসি ও সমমানের পরীক্ষায় রোববার সারাদেশের ১৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন ২০ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে বিকেলে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দাখিলের জীববিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। রোববার পরীক্ষা ছিলো ১৪ লাখ ৬৮ হাজার ৭০০ জনের।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ১ হাজার ৮৭৩ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৪১৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৮৬৬ জন।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৫১৭ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৫৪৩ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৯৪ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯২৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬১৩ জন, সিলেট বোর্ডের ৯৬২ জন, বরিশাল বোর্ডের ৯৬৯ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৫০৭ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার রোববার বহিষ্কৃত হয়েছেন ১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ১২ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ৪ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১ জন পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ৪ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামীকাল সোমবার এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন এসএসসি ও দাখিল ভোকেশনাল ও দাখিলের কোনো পরীক্ষা নেই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।