১৭ বছর বয়সী পিটার পার্ক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট বার পরীক্ষায় পাস করেছেন। ১৮ বছরে পা রাখতে না রাখতেই রাজ্যের অ্যাটর্নি হিসেবে প্র্যাকটিস শুরু করেছেন।
চলতি সপ্তাহে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্ক গত জুলাইয়ে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রকাশিত হয়েছে গত ৯ নভেম্বর।
স্টেট বারের নির্বাহী পরিচালক লেহ উইলসন বলেন, যেকোনো বয়সেই ক্যালিফোর্নিয়া বারের পরীক্ষায় পাস করা যে কারও জন্য বিরাট অর্জন। আর এটা যদি পার্কের মতো এত কম বয়সে হয়, তাহলে এটি অসাধারণ কৃতিত্ব এবং এই সাফল্য উদ্যাপন করা যেতেই পারে।
২০১৯ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে হাই স্কুল শুরু করেন পার্ক, পাশাপাশি একই সময়ে নর্থ ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ল-এ চার বছরের আইন প্রোগ্রামে ভর্তি হয়। কলেজ স্তরের দক্ষতা পরীক্ষা শেষ করার পরে ছাত্রদের আইন স্কুলে আবেদন করার অনুমতি দেয়া হয়।
২০২১ খ্রিষ্টাব্দে পার্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং এ বছর উত্তীর্ণ হন। আগস্টে তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে একজন ল ক্লার্ক হন। অক্টোবরের শেষের দিকে তিনি ১৮ বছরে পা দেন এবং অ্যাটর্নি হিসেবে ৫ ডিসেম্বর শপথ নেন।