২০২৩ খ্রিষ্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪ দিন ছুটি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
বৃহস্পতিবার অধিদপ্তর থেকে ছুটির তালিকা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে প্রাক-প্রাথমিক শাখার শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জুয়েল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৃহস্পতিবার ছুটির তালিকা অনুমোদন করে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। ২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৫৪ দিন। এ হিসাব শুক্র ও শনিবার ছাড়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তিনি আরও বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দে বেশ কয়েকটি সরকারি ছুটি শুক্র ও শনিবার হওয়ায় ছুটি কিছুটা কমছে বলে মনে হলেও ছুটি আগের মতই আছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য ২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।