২০২৩ খ্রিষ্টাব্দে মাদরাসার ছুটির তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আসছে বছর মাদরাসাগুলোতে ৬৩দিন ছুটি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার মাদরাসায় সাপ্তাহিক ছুটি থাকবে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তালিকা অনুমোদন করা হয়। মাদরাসা শিক্ষা অধিদপ্তর ছুটির তালিকা প্রকাশ করেছে।
জানা গেছে, মাদরাসাগুলোর অর্ধবার্ষিক পরীক্ষা ৪ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলবে। আর ১০ জুলাই ফল প্রকাশ করা হবে। আর ২৩ নভেম্বর মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর। আর দাখিল পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা মাদরাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য মাদরাসার শূন্যপদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।