২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি বেসরকারি হাই স্কুল, নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর হাই স্কুল-নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি ৭৬ দিন। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে স্কুলগুলোতে।
বৃহস্পতিবার হাই স্কুল ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা ১ জুন থেকে শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চলবে। ফল প্রকাশ করা হবে ১২ জুলাই। এসব শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষা ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। ফল দেয়া হবে ১ নভেম্বর।
আর হাই স্কুল ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বার্ষিক পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশ করা হবে ২৮ ডিসেম্বর।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য ছুটির তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।