রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক ১৭টি পদে ৪৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর কেটে গেছে ২৬ মাস। কিন্তু এখনো কাউকে নিয়োগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি লিখিত পরীক্ষাও নিতে পারেনি। অথচ এসব পদের বিপরীতে কয়েক হাজার আবেদন জমা পড়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় পার হওয়ার পরও নিয়োগ পরীক্ষা না হওয়ায় আবেদনকারীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। অনেকের বয়সসীমা পার হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কবে নাগাদ নিয়োগ হতে পারে সে বিষয়ে স্পষ্টত কিছু জানাতে পারেননি খোদ ভিসিও।
জানা যায়, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সহায়ক পর্যন্ত ১৭টি পদে ৪৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের পর কয়েক হাজার নিয়োগ প্রার্থী আবেদন করেন। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের দুবছর দুই মাস পর এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ^বিদ্যালয় প্রশাসন। আবেদনকারীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই সমস্যার সমাধান চান।
নাম প্রকাশ না করে এক আবেদনকারী বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের পর আমি সেকশন অফিসার, অ্যাকাউন্টস অফিসার (বাজেট) ও অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (হিসাব) এ তিনটি পদে আবেদন করেছি। তিনটির বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব ৩০ বছর। এমনিতেই করোনাকালীন সময়ে নিয়োগ বন্ধ থাকায় আমরা পিছিয়ে পড়েছি। সেখানে দুবছর আগে একটি নিয়োগ প্রকাশের পর এখনো লিখিত পরীক্ষার আয়োজন করতে পারল না বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। কিছুদিন পর বয়স ৩০ পার হয়ে যাবে। এতে স্বপ্নও ভেঙে যাবে। এর দায় কার?’
আরেক আবেদনকারী বলেন, করোনার পরপরই এ বিজ্ঞপ্তি দেখে আশায় বুক বেঁধেছিলাম। যখন সব নিয়োগ বন্ধ ছিল, তখন এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে একটা স্বপ্ন নিয়ে আবেদন করেছিলাম। কিন্তু কেন যে এখনো সেই বিজ্ঞপ্তির কোনো সমাধান করতে পারল না বুঝতে পারছি না।’
এ বিষয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) সেলিনা আখতার বলেন, ‘করোনার জন্য তখন নিয়োগ পরীক্ষা নেওয়া যায়নি, এরপর সাত মাস ভিসিবিহীন ছিল বিশ্ববিদ্যালয়। এখনো নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ নতুন করে আবারও বিজ্ঞপ্তি দেওয়া হবে নাকি আগেরটাই বহাল থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’