অন্তত ২৬ শতাংশ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী মানসিক অসুস্থতায় ভুগছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্যাপিয়েন ল্যাবস পরিচালিত এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে।
একাত্তরটি দেশের প্রায় পাঁচ লাখ মানুষের উপর পরিচালিত এই সমীক্ষার ‘মেন্টাল স্টেট অব দ্য ওয়ার্ল্ড ইন-২০২৩’ প্রতিবেদন অনুসারে বিশ্বের ৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম।
এই গবেষণা অনুসারে, বাংলাদেশের মেন্টাল হেলথ কোশেন্ট বা এমএইচকিউ স্কোর ৬২। যা আগের বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কম।
সমীক্ষাটি বলছে, বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিকভাবে পীড়িত বা সংকটাপন্ন অবস্থায় আছে যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশী।
বিশ্বের ৭১টি দেশের ১৩টি ভাষার মোট ৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর ওপর পরিচালিত গবেষণা অনুসারে, জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মানসিকভাবে সবচেয়ে বেশি সুস্থ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটির মাত্র ১৪ শতাংশ লোক মানসিকভাবে পীড়িত বা সংকটাপন্ন অবস্থায় আছে।
শ্রীলঙ্কা ছাড়া এই তালিকার শীর্ষের কয়েকটি দেশ হলো—ইতালি, জর্জিয়া, নাইজেরিয়া ও আর্মেনিয়া। তলানিতে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষে আছে উজবেকিস্তান। এর পরপরই আছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও তাজিকিস্তান।
দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়েও নিচে। দেশ দুটির অবস্থান যথাক্রমে ৬০ ও ৫৫। এই দুটি দেশের যথাক্রমে ৩০ ও ২৮ শতাংশ মানুষ মানসিকভাবে পীড়িত কিংবা সুস্থ থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফিলিস্তিনে আগ্রাসন চালানো ইসরায়েলের অবস্থান ওপরের দিক থেকে দশম। দেশটিতে মাত্র ২০ শতাংশ মানুষ মানসিকভাবে পীড়িত বা সংকটাপন্ন।
মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ২৫ শতাংশ মানুষ মানসিকভাবে সুস্থ নেই কিংবা সুস্থ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।