২৪ শিক্ষক ও ১১ কর্মচারীর সবাই এমপিওভুক্ত। প্রতি মাসে তাদের ১১ লাখ ১১ হাজার টাকা দেয় সরকার। বছরে দেয় ১ কোটি ৩৩ লাখ টাকা। এই বিপুল টাকায় ৩৫ শিক্ষক-কর্মচারীর পারঙ্গমতা পর্বতের মুষিক প্রসবের মতো। তারা সবাই মিলে এ বছর মাত্র চার জন শিক্ষার্থীকে এইচএসসির গণ্ডি পার করাতে পেরেছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর হাজীপুর মহাবিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ও ২৫ জন মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান বিভাগ থাকলেও এবার কোনো পরিক্ষার্থী ছিলেন না। এইচএসসি উত্তীর্ণ ৪ শিক্ষার্থীই মানবিক বিভাগের।
এ বিষয়ে প্রতিষ্ঠানির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় শিক্ষার্থী কম। ভর্তি হলেও তাদের অনেকে বিভিন্ন কাজে যোগ দিয়ে ড্রপ আউট হয়ে যায়। যারা থাকে তাদেরও মনযোগ কম। তাই ফলে বিপত্তি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।