সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী ২৫, ২৬ ও ২৭ জুন রোজ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করেছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এই তিন দিন কলা ভবনের মূল ফটকে শিক্ষকদেরকে (দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত) অবস্থান গ্রহণের জন্য আহবান জানানো হচ্ছে। কর্মবিরতি কর্মসূচি সফল করার লক্ষে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। উল্লেখ্য, চলমান পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক বলেন, আমরা ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবো। পরীক্ষা এই তিন দিনের কর্মসূচির বাইরে থাকবে। আগামীকাল আমাদের ধর্মঘটে কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করবেন। ১ জুলাই থকে ক্লাস-পরীক্ষা, অফিস সবকিছুই বন্ধ থাকবে।