২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে জোড় ও বিজোড়ে বিভাজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আসনবিন্যাসেও পরিবর্তন আসবে। নির্ধারিত আসন চিহ্নিত করতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে আসতে পিএসসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের রেজিস্ট্রেশন অনুযায়ী জোড় ও বিজোড়ে বিভাজন করে হাজিরা খাতা তৈরি করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে দৈবচয়ন প্রক্রিয়ায় আসনবিন্যাস করা হয়েছে। এ প্রক্রিয়ায় আসন চিহ্নিত করা শিক্ষার্থীদের জন্য কিছুটা সময়সাপেক্ষ হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।