কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে বিতরণের ৪৯৫ পিচ সরকারি বইসহ এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল বুধবার বিকেলে উপজেলার ভূমি অফিস সংলগ্ন রেলগেট এলাকায় অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় বইগুলো আটক করা হয়।
আটক ফেরিওয়ালার (পুরাতন বই, লোহা, প্লাস্টিক বিক্রেতা) নাম মোস্তাক আহমেদ (৪৫)। তিনি উপজেলার মেকুরটারী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বইগুলোর মধ্যে তৃতীয় শ্রেণির বিজ্ঞান বই ৯০ টি, সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা বই ৪২ টি, অষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৯৬ টি, বিজ্ঞান বই ৬৯ টি এবং চারু ও কারুকলা ৯৪ টি। বইগুলো ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিলো।
জেলা শিক্ষা অফিসার শামসুল আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা অফিসারকে থানায় যেতে বলা হয়েছে। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বইগুলো কোথায় থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে খবর দিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।