দৈনিকশিক্ষা প্রতিবেদক: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপ্টিক অবস্থায় বলা হয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।