মেট্রোরেলের টিকিট বা এমআরটি পাস মেশিনে স্পর্শ করার পর নির্ধারিত সময়ের বেশি স্টেশনে অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে যাত্রীদের। এ ক্ষেত্রে ঘণ্টাপ্রতি ১০ টাকা হারে জরিমানা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া এই তথ্য জানিয়েছেন।
জাকারিয়া জানান, মেট্রোরেলের স্টেশনে দুই ধরনের স্থান রয়েছে। পরিশোধিত এলাকা (পেইড এরিয়া) ও অপরিশোধিত এলাকা (আনপেইড এরিয়া)। অপরিশোধিত এলাকায় কয়েক ঘণ্টা থাকলেও যাত্রীদের জরিমানা গুনতে হবে না। তবে টিকিট বা পাস স্পর্শ করার পর ভেতরে ৫০ মিনিটের বেশি অপেক্ষা করলেই ঘণ্টাপ্রতি ১০ টাকা জরিমানা দিতে হবে। আর মেট্রোরেল যখন মতিঝিল পর্যন্ত চলাচল করবে, তখন যাত্রী টিকিট স্পর্শ করার পর একটি স্টেশনে ১০০ মিনিট দাঁড়ানোর সুযোগ পাবেন। এর অতিরিক্ত সময় অপেক্ষা করলে জরিমানা গুনতে হবে।
জাকারিয়া আরও জানান, মেট্রোরেল স্টেশন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। গরমের সময় অনেকেই আরামের জন্য স্টেশনে অপেক্ষার চেষ্টা করতে পারেন। তবে অপরিশোধিত এলাকায় রাত ১২টার পর ঘুমালেও জরিমানা গুনতে হবে না।
ডিএমটিসিএল কর্মকর্তারা আরও জানান, স্টেশনগুলোর অপরিশোধিত এলাকা দিয়ে সাধারণ মানুষ রাস্তার এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবে। অর্থাৎ ওভারব্রিজের মতো ব্যবহার করা যাবে। স্টেশনের দোতলা কিংবা কম্পার্টমেন্টে উঠতে এক্সেলেটর ও সাধারণ সিঁড়ি রয়েছে। সাধারণ মানুষ ইচ্ছা করলে এক্সেলেটর ব্যবহার করে রাস্তা পারাপার হতে পারবেন।