দৈনিক শিক্ষাডটকম, শাবিপ্রবি : বড় বড় অনেক প্রতিষ্ঠান বা ভবন মালিকের কাছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাখ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়ে আছে। মাঝেমধ্যে ট্যাক্স আদায়ে অভিযানও চালায় সিসিক। এবার হোল্ডিং ট্যাক্সের বড় একটি অঙ্ক সিসিককে পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।
২০২৩-২০২৪ অর্থবছরের ট্যাক্স বাবদ পাওনা ২ কোটি ৬৪ হাজার টাকার মধ্যে ৮১ লাখ ২ হাজার ৫১২ টাকার চেক সোমাবর সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে তুলে দেন শাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। বাকি ১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলে জানান উপাচার্য।
এ সময় সিসিক মেয়র বলেন, শাবি কর্তৃপক্ষের উদ্যোগ দেখে আশা করি অন্যরাও এগিয়ে আসবেন। নিয়মিত কর পরিশোধ করলে গ্রিন, ক্লিন, স্মার্ট সিলেট নির্মাণ প্রকল্প এগিয়ে যাবে।
অন্যদিকে সিলেট বিদ্যুৎ বিভাগের বকেয়া ১ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৭৩৫ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিসিক। একই দিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের চেক প্রদান করেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন– সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রুহুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।